ডোমকলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাফিকুল ইসলাম প্রয়াত। দীর্ঘ প্রায় মাসখানেক ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে গ্রীন করিডর দিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় এপোলো হাসপাতালে। সেখানে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করার পরেও শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় বিধায়ক। জাফিকুল ইসলামের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। ডোমকলের রাজনৈতিক ও সাধারণ মানুষও গভীর শোক