খোয়াই জেলার আমপুরা পিএইচসির আওতাধীন আখড়াবাড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দিরে জাতীয় গুণমান নিশ্চিতকরণ মান (NQAS) বহিরাগত মূল্যায়ন পরিচালিত হচ্ছে।রোগীর নিরাপত্তা এবং পরিষেবার মান বৃদ্ধির জন্য আমাদের চলমান প্রচেষ্টার ক্ষেত্রে এই মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।