গঙ্গার নদীর জলস্তর বাড়তেই আবারো ভুতনির একাধিক গ্রাম প্লাবিত হলো।কেশরপুর, কালটনটোলা, বসন্তটোলার মত গ্রাম এখন জলের। সর্বত্রই জল ঢুকে প্লাবিত করে দিয়েছে গোটা গ্রামগুলিকে। এই সমস্ত গ্রামের বাসিন্দারা বাঁধের ওপরে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। ৩ করে কাকে প্রথমবারের গঙ্গা নদীর বন্যায় এই গ্রামগুলি প্লাবিত হয়েছিল এবং পরিবারগুলি বাধে আশ্রয় নিয়েছিল। তবে জল কমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেও আবারো গঙ্গা রুদ্ররূপে গোটা এলাকা প্লাবিত হতেই বাধে আশ্রয় পরিবারগুলোর।