বুলডোজার চালিয়ে ঘর ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পল্লিশ্রী এলাকায়।জানা গেছে,ওই এলাকার হেলিপ্যাডের সামনে এক বৃদ্ধার বাড়ি রয়েছে।এদিন সেই বাড়ি ভাঙতে পৌঁছায় বুলডোজার।পৌরসভার নির্দেশ এই কাজ হয় বলে অভিযোগ।ঘটনার প্রতিবাদ করেন এলাকার মানুষ।তাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা।খবর পেয়ে সেখানে পৌঁছান প্রাক্তন চেয়ারম্যান তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর।তার দাবি,যারা ঘর ভাঙতে এসেছে তারা দুষ্কৃতি।কাজ বন্ধ রাখা হয়েছে বলে দাবি চেয়ারম্যান সমীর ভান্ডারীর।