গলসি থানার উড়া গ্রামে অতিরিক্ত ঘুমের ঔষধ একসাথে খেয়ে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম অনুপমা ভট্টাচার্য (৪৭) উড়া গ্রামে তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন যার কারণে তিনি চিকিৎসার মধ্যেও ছিলেন। গতকাল সোমবার সকাল ১০ঃ৩০মিঃ চিকিৎসকের দেওয়া ঘুমের ঔষধ তিনি একসঙ্গে এক পাতা খেয়ে ফেলেন। তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে উদ্ধার করে Bmch এ নিয়ে আসলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।