বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে আরও ভালো করে বললে উপাচার্যের ঘরের সামনে সাড়ম্বরে গণেশ পুজো?শুরু বিতর্ক। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঘটনা। গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা,বিঘ্নহর্তা তাই কোনো কিছুই তাঁর আর্শিবাদ ছাড়া সম্ভব নয়।বিশ্ববিদ্যালয়ে অনেক রকমের পরিকল্পনা আছে।এই গণেশ মুর্তি এখানেই স্থায়ীভাবে থাকবে।ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিশ্বকর্মা,সরস্বতী পুজো থেকে শুরু করে আরও যা যা পুজো করা সম্ভব আমরা করবো।