আবারোও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের। শোকের ছায়া সালার থানার কান্দ্রা এলাকায়। মৃতের নাম আলাউদ্দিন শেখ। শুক্রবার রাত্রে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে মেয়ের বিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। তাই সংসারের হাল ফেরাতে নতুন বছরের বাঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজে গিয়ে বুধবার অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে।