ডিএনভি রোডস্থিত সিপিআইএম পার্টি অফিসে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির ১৬তম ধর্মনগর পূর্ব অঞ্চল সন্মেলন অনুষ্ঠিত হয়। এই সন্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাগবাসার প্রাক্তন বিধায়িকা তথা সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির ধর্মনগর মহকুমার সম্পাদিকা বিজিতা নাথ, সারা ভারত গনতান্ত্রিক নারি সমিতির রাজ কমিটির সদস্যা কমরেড হাসি ভট্টাচার্য্য, সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির রাজ্য সহ সভানেত্রী ও জেলা সম্পাদিকা কমরেড সাথী ভট্টাচার্য্য সহ অন্যান্য