মাসিক ভাতা বৃদ্ধি সহ ৫ দফা দাবীতে রায়গঞ্জে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনীর আন্দোলন। বুধবার দুপুরে সংগঠনের জেলা সভাপতি রঘুপতি মুখার্জী বলেন, আমাদের আজ শিলিগুড়ি মোড়ে পথ অবরোধের কর্মসুচী ছিল। কিন্তু আমরা জানলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। তাই শিলিগুড়ি মোড় থেকে কর্নজোড়ায় জেলা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসুচী শুরু করলাম। আমাদের মুল দাবী অন্য রাজ্যে প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি হলেও আমাদের রাজ্যে প্রতিবন্ধীরা মাসিক ১ হাজার টাকা ভাতা পান।