মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের ফতেপুর এলাকায় কৌশিকী অমাবস্যা উপলক্ষে মা ভৈরবী মায়ের মন্দিরে বহু ভক্ততের সমাগম। শনিবার বিকেলে মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন, কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রতি বছরের মত এই বছরেও শুক্রবার রাত্রে বিশেষ পূজোর পাশাপাশি শনিবার সকাল থেকে হোম যজ্ঞের আয়োজন করা হয়। এদিন মন্দিরে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা উপস্থিত হয়ে পুজো দেওয়ার পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জনসংযোগ করেন তিনি।