আবারো ভুতনি প্লাবিত হয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ চন্ডিপুরের কাটা বাঁধের অংশ দিয়ে হু হু করে জল ঢুকছে আর এই জলে গোটা ভূতনির লক্ষাধিক মানুষ নতুন করে জল যন্ত্রণার সম্মুখীন হবে মনে মনে করা হচ্ছে। শারদীয় উৎসবকে কেন্দ্র করে সর্বত্রই যখন উৎসব হওয়ার প্রস্তুতি তখন জনজীবন নিয়ে চরম বিপদের মুখে ভূতনীর বাসিন্দারা। যদিও প্রশাসনের তরফে সেই জল আটকানো হচ্ছে না। গঙ্গার জলস্তর কমলে সেই কাটা বাঁধের অংশ দিয়েই প্লাবিত এলাকার জল নদীতে যাবে তাই।