জঙ্গলে খাদ্য সংকট হওয়ার কারণে হাতির দল বারবার লোকালয়ে মুখি হচ্ছে। মেদিনীপুর সদরে বেড়ে গিয়েছে রেসিডেন্সিয়াল হাতির সংখ্যা। অথচ খাবার তেমন নেই। তাই হাতিদের খাবার উপযুক্ত ঘাসের বীজ রোপন শুরু হল মেদিনীপুর সদরের বেড়া এলাকায়। রবিবার দিনভর এই বীর রোপনের কাজ হয়েছে। মেদিনীপুর সদরের বিভিন্ন জঙ্গল সংলগ্ন এলাকাতে এই বীজ লাগানো হবে বলে জানিয়েছে বনদপ্তর।