সোমবার আড়শা বনদপ্তর বিশেষ অভিযান চালিয়ে আড়শা থানার উলুগোড়িয়া মৌজায় বনদপ্তরের জমিতে অবৈধভাবে ঘর তৈরি করেছিল বেশ কিছু লোকজন। বনদপ্তর তাদেরকে বারবার বলা সত্ত্বেও কর্ণপাত না করায়। বনদপ্তর এর আধিকারিক কর্মীদের নিয়ে অভিযান চালিয়ে বনদপ্তরের জমিতে তৈরি করা ঘর ভেঙ্গে দিল।