সম্পর্ক মূলত বাংলায় একটি বহুমুখী শব্দ । যা বিভিন্ন প্রসঙ্গে সংযোগ এবং সম্পর্কের ধারণাকে অন্তর্ভুক্ত করে। "কাক কোকিলের সম্পর্ক" এই প্রবাদটি আসলে কাকের বাসায় কোকিলের ডিম পাড়ার ঘটনার একটি রূপক। যা মানুষের সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। কাক এবং কোকিলের সম্পর্কটি একটি অদ্ভুত সম্পর্ক যেখানে কোকিল তার নিজের বাসায় ডিম না পেড়ে কাকের বাসায় ডিম পাড়ে।