সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ কোচবিহারের পুলিশ সুপার যানজট মুক্ত করার লক্ষ্যে পথে নামলেন। মূলত সপ্তমীর সন্ধ্যায় থেকে উপচে পড়া ভিড় ছিল কোচবিহার শহরে। এই কারণে যে সমস্ত গাড়ি পুলিশের নো এন্ট্রি র ভেতরে ঢুকছে সেগুলো কি কারণে ঢুকেছে সেই সমস্ত বিষয় খোঁজ নিতে পথে নামল পুলিশ সুপার। মূলত দুর্গাপূজাকে কিরে যাতে কোনরকম যানজট সৃষ্টি না হয় এবং দশটা নেত্রীদের কোন রকম যাতে অসুবিধা না হয়। সেইটিকে নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে