শনিবার সকাল থেকেই চেনা ছন্দে আনন্দপুরের গুলশান কলোনি। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক গুলসান কলোনি। সকাল থেকেই পরিবহন স্বাভাবিক, দোকানপাটও খুলেছে। আজ দুপুর বারোটা নাগাদ লক্ষ্য করা গেল স্থানীয় বিরিয়ানির দোকান ব্যারিকেড দিয়ে ঘেরা রেখেছে পুলিশ। গুলশান কলোনির অটোস্ট্যান্ডে পুলিশ পিকেট রয়েছে। এর মধ্যেই শনিবার অর্থাৎ আজ গুলশান কলোনিতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিও চলছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে।