বন্যার ভয়াবহতা যেন পিছু ছাড়ছে না ভূতনি বাসীর। আবারো জল ঢুকে ভূতনি জুড়ে প্লাবিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভুতনি ব্রিজের সাথে ভূতনির জল ঢুকে বিচ্ছিন্ন হয়েছে। চরম সমস্যায় পড়ছে ছোট ছোট যানবহন নিয়ে আসা মানুষরা। ব্রিজের শেষ প্রান্তের খাড়া ঢাল এবং সেই ঢাল দিয়ে ঝুঁকিপূর্ণভাবে মোটরবাইক নামানো হচ্ছে। আর যেই চিত্র ভূতনীর ২০২৪ সালে বন্যার ভয়াবহতা মনে করিয়ে দিচ্ছে। চরম সমস্যায় দিন কাটছে ভুতনিবাসীর। যোগাযোগ বিচ্ছিন্ন হতেই কষ্ট বাড়ছে সাধারণ মানুষের।