২০১৮ সালে স্ত্রীকে পিটিয়ে খুন করার ঘটনায় পতিরাম নিচাবন্দরের অভিযুক্ত আবগারি আধিকারিক দিবাকর ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। শনিবার সন্ধ্যে সাড়ে ছয়টার সময় এনিয়ে বালুরঘাট জেলা আদালতের সাংবাদিকদের মুখোমুখি হন দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। গতকালই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। খুনের মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দেন বিচারক।