খয়রাশোল ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্প "আমাদের পাড়া আমাদের সমাধান" কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার দুপুরে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাগুলি সরাসরি প্রশাসনের নজরে আনা এবং তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করা। এদিনের শিবির পরিদর্শনে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের বিডিও ডঃ সৌমেন্দু গাঙ্গুলী, কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব, বীরভূম জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি সহ অন্যান্যরা।