মাথাভাঙা জোর পাটকি গ্রাম পঞ্চায়েতের হাসানের ঘাট এলাকায় ধরলা নদী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল মাথাভাঙা থানার পুলিশ। রবিবার বিকেল চারটা নাগাদ মাথাভাঙা থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে উদ্ধার করে দেহ থানায় নিয়ে আসা হয়। জানা গেছে ওই ব্যক্তির নাম মৃনাল বর্মন (৩৫) । তার বাড়ি শীতলখুচি ব্লকের ডাকঘরা এলাকায়। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে গত শুক্রবার থেকে মৃনাল বর্মন নিখোঁজ ছিল। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।