মুর্শিদাবাদ জেলার সুতি ১ নম্বর ব্লকের বহুতালি গ্রাম পঞ্চাতের রাজবংশী পাড়া ৩৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থানান্তর নিয়ে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। সোমবার সকালে জানা গিয়েছে, দীর্ঘ বছর ধরে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অন্যত্র স্থানান্তর করা হয়। যা নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে সোমবার বিক্ষোভ দেখান। এলাকাবাসীর অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র যাতায়াত করতে গেলে রাস্তায় জল কাদায় সমস্যায় পড়ছেন শিশু সহ অভিভাবকরা।