Basanti, South Twenty Four Parganas | Sep 30, 2025
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা শিবগঞ্জ বাজারে অষ্টমীর সকালে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা। আহত হয় প্রায় সাতজন। ঘটনা সূত্রে জানা যায় , সকাল ৫ঃ৩০ নাগাদ একটি ইঞ্জিনভ্যান করে বারুইপুরের উত্তরভাগ থেকে তারা বাসন্তীর ঝড়খালি দিকে যাচ্ছিল। ওই ইঞ্জিনভ্যানে দুজন মহিলা সহ মোট সাতজন ছিল। এরপর বাসন্তীর শিবগঞ্জ বাজারে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ভ্যানটি ধাক্কা মারে রাস্তার পাশে একটি দেওয়ালে। প্রত্যেকে গুরুতর আহত অবস্থায় বাসন্তী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে পুলিশ।