সারা রাজ্যের সাথে মাথাভাঙা পুলিশের পক্ষ থেকে সোমবার বেলা 2 টা নাগাদ মাথাভাঙা থানায় পুলিশ দিবস পালন করা হয়। এদিন পুলিশ দিবস উপলক্ষে মাথাভাঙা থানায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখানে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং অবসর প্রাপ্ত পুলিশ কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়। মাথাভাঙা থানার আই সি হেমন্ত শর্মা জানান পুলিশ মানুষের পাশে সবসময় রয়েছে। পুলিশ কে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।