পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনভুক্ত মালদা কৃষি শাখার জেলা কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল। রবিবার দুপুর ১ টা নাগাদ মালদা টাউন হলে আয়োজন করা হয়েছিল বৈঠকের। সাংগঠনিক সভায় কৃষি শাখার সদস্যদের বিভিন্ন অভাব-অভিযোগ ও দাবী-দাওয়া নিয়ে আলোচনা করা হয় এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগী হবেন রাজ্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশন মালদা শাখার জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান।