চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগানোর প্রতিবাদে পুঞ্চায় বিক্ষোভ কর্মসূচি করলো বিজেপি। বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ পুঞ্চা দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ সভাপতি জনপ্রিয় ঘোষ, জেনারেল সেক্রেটারী ময়না মূর্মু,মানবাজার বিধানসভার কনভেনার বাণীপদ কুম্ভকার, পুঞ্চা তিন নম্বর মণ্ডলের সভাপতি ভাগ্যধর পাত্র সহ দলীয় কর্মীরা।