করবুক মাল্টিপারপাস হলে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক সভায় তিপ্রা মথা রাজনৈতিক দলের 22 পরিবারের 79 জন ভোটার বিজেপি দলে যোগদান করে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেয় ভারতীয় জনতা পার্টি গোমতী জেলা সভানেত্রী সবিতা নাগ। এছাড়াও উপস্থিত ছিল জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার, মন্ডল সভাপতি অসীম ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা।