দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের গাড়না কৃষি সমবায় সমিতি নির্বাচনে বিজেপি জয়লাভ করলেও বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেল তৃণমূল এই কৃষি সমবায়ে বোর্ড গঠন করে। সম্প্রতি জেলার হিলি ব্লকের সীমান্তবর্তী গাড়না সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপি ৫ টি আসনে জয় লাভ করেছিল৷ গাড়না সমবায় সমিতির ৯ টি আসনে ভোট গ্রহণ হয়। মোট ৯টি আসনেই সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় করে তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা। যার মধ্যে বিজেপি ৫ ও তৃণমূল তিনটি আসন ও ১ আরএসপি পায়