নওদা ব্লকের টুঙ্গি সমবায় সমিতির সমস্ত কর্মীদের নিয়ে বুধবার দুপুরে অনুষ্ঠিত হলো বিশেষ এক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিউজ্জামান সেখ। তিনি কর্মীদের সঙ্গে নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং উন্নয়নের কাজে দলীয় কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন। এই আলোচনা সভায় কর্মীদের দাবি-দাওয়া, সমস্যা ও সমাধানের পথ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পরিশেষে ঐক্যবদ্ধভাবে দলীয় শক্তি মজবুত করার বার্তা দেন ব্লক সভাপতি।