মল্লিকপুকুর বস্তি এলাকায় স্কুল পড়ুয়া 25 জন বাচ্চাকে 6 টি দলে ভাগ করে 100 মিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে সকলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। 31 আগষ্ট সোসাইটির সদস্যরা সাইকেল র্যালি করেন পল্লীমঙ্গল ক্লাবের সামনে থেকে। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন বর্ধমানবাসীকে স্বাস্থ্যকর অভ্যাসে আসক্ত করার লক্ষ্যে তাদের এই উদ্যোগ