ভগবানগোলা থানার অন্তর্গত চর বিনপাড়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে ২৬শে আগস্ট সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ মিনিটে ভগবানগোলা থানার পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে চর বিনপাড়া গ্রামের বাসিন্দা সিলন শেখ, পিতা তাহাজুল ইসলাম-এর বাড়ি থেকে ৭২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে অভিযুক্তকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সকাল ১১ টা ৩০ নাগাদ সংবাদ