ভাতার থানার সোতখালি গ্রামে পারিবারিক অশান্তির কারণে বিষ খেয়ে আত্মঘাতী এক যুবক। মৃতে যুবকের নাম জয়দেব টুডু (২১) মৃতের পরিবার সূত্রে জানা গেছে গতকাল সোমবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তির জেরে বাড়িতে থাকা চাষের কাজের বিষ সে পান করে ফেলে। বিষ খাওয়ার কথা জানতে পেরে পরিবারের লোকজন তাকে Bmch এ নিয়ে আসলে গতকালই দুপুরে তার মৃত্যু হয়। মঙ্গলবার বিকেল চারটেয় বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয়