শিলদা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবককের। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম রাজেশ কুমার চন্দ । বাড়ি শিলদা এলাকায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে সোমবার রাজেশ কুমার ও তার বন্ধু আকাশ দুলে একটি মোটর বাইকে করে নারায়ণপুরের দিক থেকে শিলদাতে ফিরছিলেন। সেই সময় শিলদা বাজারের আগে তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি জেসিবি গাড়িকে ধাক্কা মারলে ঘটনাস্থলে রাজেশ কুমার মাথায় গুরুতর আঘাত লাগে।