বৈষ্ণবপুরে বিজেপি নেতা প্রয়াত কান্দিয়া মগের বাড়ীতে গেলেন বিজেপি দলের নেতৃত্বরা,পরিবারের প্রতি সমবেদনা জানান। ২৫ শে আগষ্ট বিকাল ৪ ঘটিকায় বৈষ্ণবপুরে প্রয়াত বিজেপি নেতা কান্দিয়া মগের বাড়ীতে যান।জানা যূয় কান্দিয়া মগ বিজেপি দলের নেতৃত্ব ছিলেন।তিনি গত পরশুদিন হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন