নদী ভাঙ্গন ও বন্যা প্লাবন হয়ে যাওয়ায় ভূতের বিস্তীর্ণ এলাকার মানুষ চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। ইতিমধ্যেই গঙ্গা নদীর জল নেমেছে আর এই ভাঙ্গন বিধ্বস্ত কেশরপুর এলাকা পরিদর্শন করতে পৌঁছলেন বিধায়িকা সাবিত্রী মিত্র। নদী ভাঙ্গনে এই এলাকার মানুষের যে চরম দুর্দশা শেষ সেগুলি স্বচক্ষে দেখলেন। ভাঙ্গনে বহু পরিবার বাড়িঘর হারিয়েছে তারা বাঁধের ওপরে দিন কাটাচ্ছে এ অবস্থায় দুর্গত পরিবারের সদস্যরা বিধায়কাকে ঘিরে ধরেন।সরকারি ট্রেন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা।