আজ 31 আগস্ট রবিবার আনুমানিক বিকেলের দিক থেকে আনুমানিক রাত্রি দিক পর্যন্ত।বীরভূম জেলার মুরারই1 ব্লকের অন্তগত রাজগ্রাম অঞ্চলে। রাজগ্রাম পশ্চিম বাজার এ গণেশ ঠাকুর শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন করা হয়েছে।রাজগ্রামে কানি পুকুরে।রাজগ্রাম পশ্চিম বাজারের গণেশ ঠাকুর নিরঞ্জনে অংশগ্রহণ করেছিলেন। রাজগ্রাম পশ্চিম বাজার এলাকাবাসীরা। সেই ছবি উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।