পঞ্চায়েতের থেকে ঢিল ছোড়া দূরত্বে বাস করেন একসময়ের পরিযায়ী শ্রমিক বিকলাঙ্গ অসহায় অসিত কর্মকার।গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে শুক্রবার ধসে পড়ে তার বসতবাড়ি।পরিবারিক দারিদ্রতাকে মাথায় রেখে বছর কয়েক আগে ভিন রাজ্যে কাজ করতে যেতেন মানবাজার-২ নং ব্লকের বড়কদম গ্রামের বাসিন্দা অসিত কর্মকার।