৩৭ ঋষ্যমুখ জনজাতি মোর্চা উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল তিনটায় ৩৭ ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত দক্ষিণ সোনাইছড়ি গোবিন্দ পাড়া এডিসি ভিলেজে এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভাতে সিপিআইএম ও তিপ্রা মথা দল ছেড়ে ২০ পরিবারের ৬০ ভোটার যোগদান করেন বিজেপি দলে । দলত্যাগীদের বিজেপি দলের পতাকা হাতে তুলিয়ে দিয়ে বরণ করে নেয় দক্ষিণ জেলায় সভাপতি দিপায়ন চৌধুরী . দক্ষিণ জেলা জনজাতি মোর্চা সভাপতি নিরঞ্জন ত্রিপুরা , ৩৭ ঋষ্য মুখ ব্লকের বিএসসি চেয়ারম্যান সুম