ইসলামপুর আইটিআই এ জব ফেয়ার অনুষ্ঠিত হল, ১৮ টি প্রতিষ্ঠিত কোম্পানী এই জব ফেয়ারে অংশ নিয়েছিল, সোমবার দুপুর ১ টার সময় এই জব ফেয়ার অনুষ্ঠানে তামিলনাড়ু, ব্যাঙ্গালুরু, কলকাতা,সিকিম, শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুরের মোট ১৮টি প্রতিষ্ঠিত কোম্পানী এই জব ফেয়ারে অংশ নিয়েছেন।আসন প্রায় দুই হাজার থাকলেও মাত্র তিনশ থেকে ৩৫০ জন প্রশিক্ষিত যুবকদের এই চাকরি ব্যবস্থা করা হবে। পরীক্ষার পরই হাতেহাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইটিআই অধ্যক্ষ শামিম আকতার। আজকে