প্রসঙ্গত এদিন দুপুরে করিমপুর ২ নম্বর ব্লকের কনফারেন্স হলে করিমপুর দু নম্বর ব্লকের ডেভলপমেন্ট রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো করিমপুর দু'নম্বর ব্লকের ব্লক কনফারেন্স হলে। ব্লকের বিভিন্ন development এর বিষয় নিয়ে এদের আলোচনা হয়। উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন নদীয়া জেলার জেলাশাসক এস অরুন প্রসাদ, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ অন্যান্য আধিকারিকগণ।