গোয়াহাটিগামী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আলগাপুরে দেওয়া হয়নি। আলগাপুর বাসীর দাবী হলো এই ট্রেন যেন গোয়াহাটি আসা যাওয়ার সময় আলগাপুর (গ্রেড বি) স্টেশনে থামানোর স্থায়ী ব্যবস্থা করা হয়। আজ বুধবার আলগাপুর তেমাথা সংলগ্নRYA ক্লাবে রেল যাত্রী অধিকার সুরক্ষা সমিতির উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা এভাবে দাবীর কথা তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন রেল যাত্রী অধিকার সুরক্ষা সমিতির হাইলাকান্দি জেলা কার্য্যকর্তা শামসুল হক বড়ভুইয়া। এ নিয়ে বিভাগীয় বিহিত পদক্ষেপ কামনা করেন তিনি