শান্তিপুরের সাড়ে ১২ লক্ষ টাকার মূল্যের সোনার গহনা ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে কিনারা করলো পুলিশ, গ্রেফতার প্রেমিক, প্রেমিক নাকি ডাকাত? প্রেম করার আগে সাবধান, প্রেমিককে গ্রেফতার করার পরই চাঞ্চল্য, প্রেমে পড়া মানেই অন্ধবিশ্বাস নয়, কখনও কখনও প্রেমিকই হয়ে উঠতে পারে মহা ডাকাত, এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদীয়ার শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এক গৃহবধূ অভিযোগ করেছেন, তার নিজস্ব বাড়ী শান্তিপুরের গোবিন্দপুরে, বাড়ীতে কাজ শুরু হওয়ায় তিনি ডাকঘর এ