বিলোনিয়া মহকুমার রাজনগর বিধানসভা এলাকায় উন্নয়নের নতুন পালকে যুক্ত হলো ত্রিতল বিশিষ্ট বড়পাথরী রেগুলেটেড মার্কেট। ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ২০২১-২২ অর্থ বর্ষে ৩ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে দুই বছরের লক্ষ্যমাত্রা নিয়ে এই মার্কেটের কাজ শুরু করে। ২০২৪ সালের জুলাই মাসে এই মার্কেটের কাজ সম্পন্ন হয়। বুধবার দুপুর দেড়টা নাগাদ কৃষিমন্ত্রী রতন লাল নাথের হাত ধরে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার উপস্থিতিতে এই বরপাথরী রেগুলেটেড মার্কেটের শুভ উদ্বোধন হয়।