ময়নার পূর্ব দোপান্দি পাটনা এলাকায় কংসাবতী নদী বাঁধের ধ্বসের কাজের অগ্রগতি খতিয়ে দেখতেলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা |এলাকাবাসীদের অভিযোগ যেভাবে কাজ চলছে তা খুবই হতাশা জনক |যেকোনো মুহূর্তে বাঁধে ধস নিতে পারে |পাকাপোক্ত কাজের দাবী জানান তারা |বিধাক বলেন কংক্রিট দিয়ে এই নদী বাঁধ বাঁধাতে হবে এই নিয়ে বিধানসভাতে চিঠি করবেন বলে জানালেন তিনি|