পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ব্লকে গতকাল মহম্মদপুর সমবায় নির্বাচনে ৯-০আসনে জয়ী হয় তৃণমূল।এই জয়ে উজ্জীবিত তৃণমূলকংগ্রেসের কর্মীরা সবুজ আবির মেখে বিজয় উল্লাস করে। তৃণমূলের এই বিপুল জয় প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে BJPর হাওড়া,হুগলি,মেদিনীপুর তিন জেলার জোন কনভেনার বিপ্লব মন্ডল কটাক্ষ করে বলেন একটা সমবায়ে জিতে তৃণমূল যা করছে তা ঠিক নয়।এদের শেষের শুরু। ২০২৬শের বিধানসভা নির্বাচনে জেলার ১৬টি আসনেই জিতবে তৃণমূল