জিয়াগঞ্জ ব্লকের নতুনগ্রাম অঞ্চলের টিকটিকিপাড়া গ্রামে বাড়ি বাড়ি PHE ট্যাপ রিকানেকশন দিতে গিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। গ্রামবাসীরা অভিযোগ করেন, গলির ভেতরের বাড়িগুলিতে কানেকশন না দিয়ে ঠিকাদার প্রথমেই রাস্তার ধারের বাড়িগুলিকে জলের লাইন দিচ্ছেন। তাঁদের আশঙ্কা, রাস্তার ধারের কাজ শেষ হলে ভেতরের বাড়িগুলির আর জলের সংযোগ দেওয়া হবে না। এই দাবিতেই বুধবার কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা। এ বিষয়ে কাজের ঠিকাদার সুজন সেখ জানান, “একদিনে সব কানেকশন দেওয়