অভিনব পদ্ধতিতে সৈনিককে স্বাগত জানালেন এলাকাবাসী।একজন চাকুরীজীবী তার মধ্যে আবার নিরাপত্তা বাহিনীতে কর্মরত। চার দশকের কর্মজীবনের পর যখন অবসরে এলেন এক অনন্য ব্যতিক্রম অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের পরিবার যখন সেই মুহূর্তটিকে উদযাপন করে তখন তা ঐ মানুষটির জন্য অনেক বেশি আবেগপ্রবণ হয়ে উঠে। অবসরের পর মানসিক বিষাদে কাটাতে হয় একজন কর্মচারীকে।