পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার ৩৮ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ নভেম্বর ২০২৫ শহর বর্ধমানে। আর এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে সারা ভারত কৃষক সভা গলসি১ ও গলসি ২নং ব্লক কমিটির আহবানে সংগঠনের সর্বস্তরের কর্মীদের নিয়ে গোলসি হাইস্কুলে কনভেনশন অনুষ্ঠিত হলো শুক্রবার বিকেল পাঁচটায়। ব্লক কমিটির সম্পাদক কমরেড সদানন্দ অধিকারী ও কমরেড শেখ আতিয়ার রহমান আগামী কর্মসূচি ঘোষণাও করেন। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সবার রাজ্য নেতৃত্ব কমরেড সৈয়দ হোসেন।