বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫-এ বীরভূম জেলার সেরা মণ্ডপ নির্বাচিত হল দুবরাজপুরের উত্তরাঞ্চল ক্লাব, বুধবার মহানবমীর সন্ধ্যায় উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়। মাটি থেকেই মা, আর পুতুল থেকেই প্রতিমা- এই চক্রাকার সৃষ্টির বার্তা নিয়েই ৪৫ তম বর্ষে তাদের থিম ‘তোমার পুতুল তোমায় গড়ে’। এই অভিনব থিমের রূপায়নে গোটা মণ্ডপ নির্মাণের দায়িত্বে ছিলেন তন্ময় বৈরাগী, দেবী মূর্তি গড়েছেন নারায়ণ সূত্রধর।