This browser does not support the video element.
রাইপুর: সেচ খালের জলে প্লাবিত শ্যামসুন্দরপুর গ্রাম পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য ও সেচ দপ্তরের আধিকারিক
Raipur, Bankura | Sep 19, 2025
কংসাবতীর সেচ খালের পাড় ভেঙে রাইপুরে ত্রাহি ত্রাহি অবস্থা। ভোরে আচমকা ধস নামতেই জল ঢুকে পড়ে শ্যামসুন্দরপুরসহ বিস্তীর্ণ এলাকা, ডুবে যায় শত শত বিঘে আমন ধান, ক্ষতিগ্রস্ত অন্তত ৩৫টি কাঁচা বাড়ি। প্রশাসনের তরফে স্কুল–লাইব্রেরিতে আশ্রয় ও ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে জেলা পরিষদের সদস্য রাজকুমার সিংহ আশ্বাস দেন, কৃষক থেকে সাধারণ মানুষ, সবার পাশে প্রশাসন থাকবে। সেচ দপ্তরের দাবি, অতিবৃষ্টি ও লাগাতার জলছাড়ায় মাটি আলগা