সুতাহাটা ব্লকে আশদতলিয়া-জামালচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নব নির্মিত ভবনের উদ্বোধন হল শুক্রবার।২৬ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন তৈরি করা হয়েছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সমবায় স্ট্যান্ডিং কমিটির সভাপতি অজিত মাইতি, রাজ্য সমবায় ফেডারেশন লিমিটেডের সভাপতি আশীষ চক্রবর্তী, জেলার এ.আর.সি.এস(রেঞ্জ-১) তপন কুমার সামন্ত, সমবায় সমিতির সভাপতি জয়দেব পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।